আমাদের ঘরগুলো অশান্তিময়,
মনে কোন সুখ নেই, শুধু পরাজয়।
পকেটেতে টাকা নেই কষ্ট যে বড়,
ভয়ে ভয়ে থাকি সদা হয়ে জড়সড়।
রাস্তায় জ্যাম বেশি বিষাদিত মন,
প্রেমহীন এ জীবন হয় উচাটন।
'নাই নাই' চারিদিকে শুধু শুনে যাই,
হতাশার মাঝে কিছু সুখ খুঁজি তাই।


'টাইগার'! সুখ খুঁজি তোমাদের কাছে,
বিজয়ের উল্লাসে মনখানি নাচে।
জীবনের দুখগুলো ভুলে যাই সবে,
মাঠে মাঠে তোমাদের জয়-উৎসবে।
তোমরা যে আমাদের মনোরঞ্জন!
সুখ, আশা জাগানিয়া রাখিও স্মরণ।


০৮/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।