ভোরের মিষ্টি হলুদ রোদ
মুখের উপর আছড়ে পড়ে।
না কি তোমার রূপের ছটা
পূব-আকাশে উঠলো ফুঁড়ে?
ঝলসে দেয়া রূপের ঝলক
পুড়িয়ে দিলো শান্ত দু'চোখ;
দমকা হাওয়ার ঝাপটা যেন
কাঁপিয়ে দিলো প্রশান্ত বুক।
নিটোল শরীর মোম মাখানো
ঝলমলঝল তড়িৎরেখা,
ছড়িয়ে পড়ে অন্ধকারে
চোখ খুলে তা যায় না দেখা!
উড়ছে কালো চুলের রাশি
সাগর জলের ঢেউয়ের মতো,
কাজল আঁকা চোখ দু'খানি
ডাকছে আমায় অবিরত।
উদাস করা অনুভবে
ঘুরছি আমি নদীর কূলে,
বাঁশী বাজে করুণ সুরে
নিঃশব্দের মর্মমূলে।


০২/১১/২০২১
চরবাউশিয়া, গজারিয়া, মুন্সীগঞ্জ।