(আমার বড় ভাই ডা. মোহাম্মদ মোজাহিদ হোসেন রতন, একজন মুক্তিসেনা;
করোনাক্রান্ত হয়ে, আজ (১৬/০৪/২০২১) না ফেরার দেশে চলে গেছেন।
ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
----------------------------------------
ভাই, তুমি চলে গেলে অনন্তপারে, নীরবে;
এই দুর্বৃত্ত কোভিড উনিশের নিষ্ঠুর ছোবলে।
করোনার তুমুল তাণ্ডবে তছনছ করে গেলো
আমাদের হাসিখুশি, সুখী
আর সাজানো গোছানো স্বপ্নের বাগান।
সেই হাসিমাখা মুখখানি দেখবে না আর
গ্রামের গরিব, চাষাভূষা সে সকল মানুষেরা;
যারা ছোটবড় অসুখে-বিসুখে চিকিৎসার পরামর্শ নিতে
তোমার শরণাপন্ন হতো নিত্যদিন।
আমার এ নাম ধরে ডাকবে না আর
'কেমন আছিস'? এই প্রশ্ন করে,
স্বর্তস্ফুর্তভাবে হাসি হাসি মুখে, পরিস্কার স্বরে।
বড় ভাই ছিলে, খুব বেশি বড় নয়;
অথচ, দেখা হলে, তুমিই আগেই সালাম দিতে।
কী আশ্চর্য অহমিকাহীন স্নিগ্ধ ব্যবহার!
তুমি চলে গেলে দাদাভাই,
শেষকৃত্যে উপস্থিত হতে চেয়েও, হতে পারিনি;
এ দুর্বৃত্ত করোনার কারণে লকডাউন ছিলো, তাই।
বিগিউল বাজিয়ে জাতীয় পতাকার ছায়াতলে
ঘুমুতে ঘুমুতে চলে গেলে না-ফেরার দেশে।
হায়!
যে যায়, সে আর আসে না ফিরে,
যে যায়, সে একেবারে যায়।
তোমার কবরে একমুঠো মাটি দেওয়ার অপূর্ণ ইচ্ছার কষ্ট
আজীবন বয়ে যাবো পৃথিবীর তীরে।
কোন এক অচিনের দেশে চলে গেলে তুমি;
বেদনার পাণ্ডুলিপি শোকের মোড়কে মুড়ে,
কিছুকাল ধরে রাখবো তোমাকে স্মৃতির মণিকোঠায়।
তারপর, আমরা আবার
স্বাভাবিকভাবে হাসিখুশি হবো, খাবো-দাবো;
রং-তামাশা করতে করতে সম্মুখপানে এগিয়ে যাবো,
এ মানুষ জীবনের আশাভরা নতুন প্রত্যাশা নিয়ে।
কী বিচিত্র মানুষের মন!


১৬/০৪/২০২১
মিরপুর, ঢাকা।