হঠাৎ করেই থমকে দাঁড়াই
ভাবছি তখন মনে মনে,
অতুল হাসির রঙ ছড়ালো
একটি মেয়ে বিজ্ঞাপনে।


তোমার জন্য অপেক্ষাতে
দাঁড়িয়ে আছি মোড়ের পথে,
ভালোবাসার সহজ কথা
বলবো আমি হৃদয় হতে।


সুডৌল উরুর মেয়েগুলো
রয় তাকিয়ে নয়ন খুলে,
চোখ ধাঁধাঁনো বিজ্ঞাপনে
তোমার কথা যাই যে ভুলে।


এলে তুমি নেকাব পড়ে
জ্বলছে শুধু চোখের তারা,
তাকিয়ে থাকে অবাক চোখে
বিজ্ঞাপনের বালিকারা।


বিজ্ঞাপনের মেয়েরা সব
রাত্রে এসে নিদ্রা কাটে,
আমি যখন ঘুমিয়ে থাকি
খাটের পাশে তারা হাঁটে।


নিয়ন আলোয় ঝলক তোলে
বিজ্ঞাপনের কন্যারা আজ,
তুলাদণ্ডে বিচার করি
তোমার সাথে সেই কারুকাজ।


বিজ্ঞাপনের ছবির সাথে
তোমার রূপের দেই তুলনা,
তাকিয়ে থাকি মগ্ন হয়ে
তাইতো আজো প্রেম হলো না।


১৭/১১/২০১৮
মিরপুর, ঢাকা।