শরতের নীলাকাশে এলোমেলো মেঘ
উড়ে যায় নীলিমায়, প্রিয়ার আবেগ
অন্তর দহন নিয়ে। অস্থির, উদাস,
করুণ হৃদয় কাঁদে। আহা! দীর্ঘশ্বাস
ব্যাকুল হৃদয়ে, জাগে অনন্ত বেদনা।
'ভালোবাসি নির্ভেজাল, তুমি কি জানো না!'
বলেছিলো মৃদুস্বরে, অতি সন্তর্পণে
রেখেছিলো হাতে হাত গহীন গোপনে।


স্পর্ধিত পরম সুখ-ছোঁয়ায় আপ্লুত
হলো বিরহী হৃদয়। রমণীর মতো,
আকাশের মেঘ চপলতা ত্যাগ করে
লজ্জায় রক্তিম হয়ে আকাশে সন্তরে।
শর্তহীন ভালোবাসা, প্রচণ্ড বিশ্বাসে
কেঁপে উঠে প্রতিক্ষণ নিঃশ্বাসে নিঃশ্বাসে।


০৬/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।


একটি চিঠিকে কেন্দ্র করে লেখা।