বিষাদের গান বাজে
দূর থেকে শুনি এই জীবনের সাঁঝে
করুণ সুরের বাঁশি বেজে যায়, করে হাহাকার!
অশান্ত হৃদয় খুঁজে মরে; আমি কে, কে আমার?
বুঝতে পারে না কিছু, পায় না যে খুঁজে তা'
চারিদিকে নামে অন্ধকার আর বিষন্নতা।
স্বপ্ন পূরণের আশা
প্রাপ্তির আনন্দ, সুখ, প্রীতি ভালোবাসা
একে একে ঝরে যায় বনানীর পথে;
তবুও, সে হেঁটে চলে দূরপথে একা কোনমতে।
নিজেকে আড়াল করে
একটু শান্তির জন্য পাহাড়ে-সাগরে
কুয়াশায় সিক্ত পথে নিরন্তর হাঁটে
আঠালো পিচ্ছিল মাঠে
ঢেকে সকল সত্যকে মিথ্যার কঠিন আবরনে।
কতোকাল ভুলে থাকা যায়? অকারণে
মৃত্যুর সময় হলে
মানুষেরা জীবনের অপার কৌশলে
বাঁচার আশার শেষ শক্তি দিয়ে নড়েচড়ে যায়
মৃত্যু চিরন্তন সত্য, তবু, বাঁচিবার চায়।
যেমন নিভে যাওয়ার পূর্বক্ষণে প্রদীপ শিখায়
শক্তি পেয়ে দপ করে জ্বলে; অতঃপর, নিভে যায়।
লাঠিপেটা কেউটে ফণি মরণের আগে
ফণা তুলে ভীষণ আক্রোশে শেষ মুহূর্তের রাগে।
মানুষের চিত্ত যদি মৃত হয়ে যায়
সিক্ত হয় না অরূপ ভালোবাসায়
রিক্ত হাতে তিক্ত মনে
ঘুরেফিরে জংলাবনে
অলক্ষুনে কর্মকাজে সদা মজে থাকে
আর পড়ে থাকে পঁচা ডোবা পঙ্কিল খালের বাঁকে।
তখন মুমূর্ষু মন দেখে না স্বপন
করে না শুদ্ধাচারের আরাধন
উদরপূর্তির নেশা
উদগ্র বাসনা এসে মননে জাগায় রূঢ়তৃষা-
চাই, চাই আরো চাই
সোনা-রুপা-জহরৎ ধন-জন, এমন কি ছাই!
যত পায় ততো লয়
ধীরে ধীরে ঘটে তার জীবনের অবক্ষয়।


০৯/০৬/২০২২
মিরপুর, ঢাকা।