ওরে, বিষন্ন হৃদয়!
কোন বেদনায় কাঁদো জগৎময়?
কোন সে দুঃখেতে বলো
আনন্দময় পৃথিবীতে একা একা চলো?
কা'রে চেয়েছিলে নিজের মতোন করে
হৃদয়ের অভ্যন্তরে?
পাওনি বলে, বেদনার মৃদঙ্গ বাজাও,
এই বিশ্বচরাচরে মৃত্যুকে সাজাও
কালো কাফনের রুক্ষ্মতায়।
হায়!
মানুষের এ জীবন
সাধনার কর্মফলে পৃথিবীতে হয়েছে সৃজন।
যা'রে পাওনি বলে হৃদয়ে ক্রন্দন,
জলাঙ্গীর তীর ভাঙা ঢেউয়ে জাগে নিস্ফল আস্ফালন;
কতো অতৃপ্ত বিরহী বেদনার গীতে
উদ্বেলিয়া উঠো ধরণীতে।
সমুদ্রের তরঙ্গের মতো অশান্ত হৃদয়ে
বিপুল দোলানী দিয়ে
আছাড়িয়া পড়ো ধ্যানে মগ্ন সুপ্ত সমুদ্রের তীরে,
বেদনা বাহিত মনে, নিগূঢ় অন্তরে।  


২৬/০৮/২০১৯
মিরপুর,  ঢাকা।