আজন্ম বোহেমিয়ান কবি এই আমি,
বড়ো একা। জনারণ্যে, তবুও নিঃসঙ্গ।
হাহাকার বেজে উঠে বেদনাবিধুর।
সার্কাসের জোকারের ন্যায় নিরন্তর
খেলে যাই। নঞর্থক পিরিতি চেতনা  
জুড়ে। তবুও, প্রেমের কথা কবিতায়
সাজাই। তাই, কড়কড়ে শব্দের ঝংকার,
বৃন্দাবনী আর্তনাদ কবিতায় আনি।


তুষের আগুন জ্বলে আমার মগজে,
কবিতার অলঙ্কার ছন্দ শিল্পবোধ
চিত্রকল্প কাব্যিকতা উপমা উৎপ্রেক্ষা
বাতিহীন ল্যাম্পপোস্টে ঝুলে। নিতান্তই
এক স্বপ্নজীবী আমি, দোতরায় তারে,
খঞ্জনিতে সুর তুলি, ঘোর পূর্ণিমায়।


২১/১২/২০১৮
মিরপুর, ঢাকা।