আমার আকাশ মেঘে ঢেকে গেছে- সাদা সাদা তুলোমেঘ;
ভেড়ার মতোন সাদা মেঘগুলো উত্তর দিকে গেলেই,
কী মন্ত্রবলে কালো করে দিয়ে তুমি
আবার ফেরত পাঠাও এদিকে ঝঞ্ঝার চৌদলে।
ফর্সা আকাশ ঢেকে যায় মেঘে সহসা অন্ধকার,
চোখগুলো তার ভীষণ রাঙ্গা বজ্রের লেলিহান!
বিধুমূখী মেঘ দুঃখে ও ভয়ে কাঁদে,
বলো, এ কোন সে অবিচার?
মেঘের মেয়ের অশ্রধারার সাথে
নৃত্যে মগ্ন হয়েছে যখন তোমার প্রবল বায়ু,
মিলেমিশে তারা তছনছ করে নিঠুর কৌতূহলে,
রাঙানো চোখের হুতাসন ঢেলে হানছে বজ্রাঘাত;
প্রতিদিন শুনি, নিয়ত কমায় মানুষের পরমায়ু।


১০/০৫/২০১৮
মিরপুর ক্যান্টনমেন্ট, ঢাকা।