বঙ্গবন্ধু, হে মহান নেতা! তুমি ন্যায়বান,
অবিচল, আস্থাশীল ছিলে তোমার নীতিতে।
তোমারে ভুলিনি আজো, ভোলেনি বাঙালি প্রাণ,
দৃপ্ত স্বাধীন বক্ষেতে রহো মধুর সঙ্গীতে।


ইথারে ইথারে বাজে দৃপ্ততায় সেই কথা,
সে-ই বজ্রকণ্ঠের বাণী- 'এবারের সংগ্রাম,
স্বাধীনতার সংগ্রাম...'। জনতার প্রিয় নেতা,
শতাব্দীর শ্রেষ্ঠ তুমি, শেখ মুজিবুর নাম।


যে পতাকা তুলে ধরেছিলে শ্যাম-বাংলাদেশে,
স্বাধীনতার অগ্রণী! রক্ষিতে সেই পতাকা
যারা করে প্রণিপাত, তারা অলৌকিক বেশে
যুদ্ধ করেছে; তোমার নাম ছিলো বক্ষে আঁকা।


ক্রূর শয়তান যতো, হার্মাদের সহযোগী,
লোভী, রক্তপিপাসু; তারা করেছে অত্যাচার
নারী-শিশুকে, বৃদ্ধকে, আর যুবক-যুবতী
নির্মমে করেছে হত্যা, নির্যাতন বেশুমার।


স্মরিয়া তোমায় বঙ্গবন্ধু, অঞ্জলি করি দান,
পতাকা উড়বে দৃপ্ততায় রাখবোই অম্লান।


১৩/১২/২০১৯
মিরপুর, ঢাকা।