ক্ষুন্নিবৃত্তির যন্ত্রণা- সে এক ভীষণ অগ্নিজ্বালা!
গরীবের জীবনের স্বপ্ন- সাদা ভাত, মোটা বস্ত্র;
শীর্ণ শিশুর বদনে এক ফালি হাসি।


বসবাস যাদের বস্তিতে-
বাঁশের খুঁটির তর্জার বেড়ার পলিথিন-ছাদে;
যাযাবর জীবনের ঠাসবুননের খুপরি ঘরে;
সম্মুখে সুউচ্চ অট্টালিকা, পিছনে নর্দমা,
মশা, মাছি, কীট, পতঙ্গ এবং মলমুত্র-
আস্তাকুড়ের জঞ্জাল।


রোদ, বৃষ্টি, ঘামে; শীতে ও বর্ষার ক্লেদে,
নিস্তারহীন কর্মের জীবন যাপন-
শুধু ঠেলা ঠেলে যাওয়া- জীবনের ঠেলা!
ভোরে, দুপুরে, বিকেলে, মধ্যরাতে,
ক্লান্তিহীন বেদনাবাহিত মনে।
অলি-গলি আর রাজপথ ঠেলে,
অতঃপর, ফিরে আসে স্যাতস্যাতে ঘরে,
এখানেই সুখ খুঁজে পায়।


অপার ক্লান্তির চোখে নেমে আসে ঘুম ,
পাশের খুপরিতে স্বর্গসুখের শব্দের উঠানামা-
শিৎকার, সুখ-পরিতৃপ্তির গোঙানি,
মানুষ তৈরীর কারখানার আওয়াজে আওয়াজে
ক্লান্তি ভুলে যায়, দুঃখ ভুলে যায়;
স্বপ্নবিহীন নারীর শরীরের গন্ধে,
তারা সুখ খুঁজে পায়, ঘুম খুঁজে পায়।


২৯/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।