বুকের গহীনে জলজ ব্যথারা কাঁদে,
সুখের আশায় ভাসায়েছি তরী জলে।
পড়েছি এখন অতি-বিপদের ফাঁদে,
জীবনের নদী পার হবো কোন ছলে?
চাষ করে যাই উষর-জীবন ভূমি,
নীল বেদনায় দুুখি-কিষাণের বেশে;
তুমি চলে যাও আকাশের মেঘ চুমি',
আমিতো চলছি সর্বনাশীর দেশে।


কখনওবা তুমি হও চলমান নদী-
পাহাড়ের মেয়ে ঝিরঝির বয়ে চলো;
বর্ণিল প্রভা ছড়াতেছো নিরবধি,
এতো রঙ তুমি কোথা থেকে পাও বলো?
প্রিয়তি! তোমায় ডেকেছি হৃদয় তলে,
তুলে নাও তুমি প্রিয়তম প্রিয় বলে।


০২/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।