চাই চাই চাই,
প্রত্যহ, অষ্টপ্রহর মনের ভেতরে
ঈর্ষাপর সর্বনাশা বাসনারা জাগে- চাই;
শুধুই তোমাকে চাই।
প্রেয়সীর মতো রুদ্ধদ্বার ঘরে,
অন্ধকারে,
চঞ্চল জীবনে আর স্থবির মরণে,
লক্ষ্যহীন পৃথিবীতে একান্ত গোপনে,
মোহের আশ্রয়ে চাই।
অবসন্ন চোখে ভাসে
তোমার মূরতিখানি; উজ্জ্বল নির্মোকে
বিকশিত হয় প্রাণে,
প্রবল উচ্ছ্বাসে,
সমস্ত সত্তায় ভবিষ্যত ধারাপাতে;
তাই, ক্রমাগতভাবে তোমাকেই চাই।
প্রেতপূর্ণ এ সংসারে অব্যক্তরে প্রকাশ করিতে,
পরাক্রান্ত কার্যক্রমে এ নষ্ট সমাজে
তোমার বিকল্প নাই;
তাই, চাই চাই চাই।


মিথ্যার জঞ্জালে হোক,
শক্তির দাপটে হোক,
ছল-চাতুরীতে হোক,
লাজ, ভয় ত্যাগ করে তোমাকেই চাই-
হে সর্বনাশা প্রশংসা!
অর্থ-বিত্ত-যশ, শুধু তোমাকেই চাই।


০৮/০৭/২০২০
মিরপুর, ঢাকা।