আমার এ মন সারাদিনই জ্বলে,
জ্বল জ্বল জ্বল তোমার সূর্যতাপে;
তুমি যেনো মহাকর্ষের বলে
একই স্থানে রাখো আমায়, চাপে।


তুমি আমার নিশি চাঁদের আলো,
উজ্জ্বলতর জ্বলো আকাশ জুড়ে;
আমার সকল আঁধার কেটে জ্বালো
আলোর জ্যোতি; ছড়াও অন্তরপুরে।


জীবনদায়ী অক্সিজেনের ধারা,
বাঁচিয়ে রাখো জীবন, দয়াময়ী!
তোমার প্রেমের যজ্ঞ-অস্ত্র ছাড়া
ভুবন-যুদ্ধে হবো না যে জয়ী।


আমার শিরা-উপশিরার মাঝে
প্রবাহিত যে সব রক্তধারা;
সে যে তোমার করুণাতেই বাজে
বসুন্ধরায়; ওগো হৃদয়কাড়া।


তোমার কণ্ঠস্বরে জেগে উঠে
আমার গহীন কাব্যকথার সুর;
লক্ষ গোলাপ ধরি করপুটে,
জীবন আমার তাইতো সুমধুর।


নিঃসঙ্গ এই জীবন পরিপূর্ণ,
তোমার ছোঁয়া হারাতে আর চাই না;
তুমি আমার দীপ্তজীবন চূর্ণ;
তাইতো, পাশে থাকি, দূরে যাই না।


২১/১১/২০২০
মিরপুর, ঢাকা।