চোখের আলো ঘুচায় কালো; মনের অন্ধকার
ঘুচায়েছো ভালোবাসায়, করছো ঘরের বা'র।


তোমার চোখের সাগর নীলে উঠে দুলে ঊর্মিমালা,
পলকেতে উঠে মেতে মনের ভেতর বাড়ে জ্বালা।
চোখে চোখে অনিমেখে বাজাও যে ঝংকার।


স্বপ্নমাখা আঁখি দুটো ডাকছে যে আমায়,
হন্যে হয়ে ঘুরে বেড়াই, কন্যে যে কোথায়?


যুগে যুগে তুমি এসে মুগ্ধ করো ভালোবেসে,
পথের পাশে সুখে-দুখে এ মন তখন উঠে হেসে;
জগত তখন আলোকিত ভুলে দুঃখভার।


২৯/০৪/২০১৯
মিরপুর ক্যাণ্টনমেণ্ট, ঢাকা।
(গীতি কবিতা)