কারো কারো সক্রিয়তা ছন্দকলা নিয়ে,
আবার কেহ অগোচরে ইনিয়েবিনিয়ে
নিত্যদিনই যায় বলে যায়
অনেক কথা কিসের আশায়?
কেউ বুঝে না তা'।
কিসের তরে মনের ঘরে এতোই ব্যাকুলতা?


এসো বন্ধু, আনন্দতায়
প্রাণবোধনের বিলোলতায়
ছুঁড়ে ফেলি দ্বন্দ্বরসের বিষ!
চুপি চুপি অন্তরালে করবো না নিশপিশ।
ঝড়ের দিনে কলাপাতায়
বালুর কণায়, জলে-কাদায়  
ঢাকবো না আর শ্যামল স্বর্ণলতা,
প্রাণখোলা মন ইচ্ছেমতো
যে যার খুশি, বলুক হাজার কথা।


আনন্দময় ধরাতলে,
ইচ্ছেমতো যাক না চলে,
বাউল নাচের রঙ্গ সুখে গেয়ে সুরের খুশি,
অন্ধকারের বন্ধ ঘরে মারবো না আর ঘুসি।
বুঝি নাতো কিছু,
দেখলে কাঁঠাল কেনো তারা বলে, একটা লিচু!


বন্ধুত্বের হাত বাড়াতে মনোযোগী হই,
মনের কথা সরলভাবে সামনে এসে কই।
হোক না প্রাণের কথা,
প্রাণতোষা এই মনটা থাক আজ  ঢেকে আবিলতা।


০৪/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।