ডিজিটাল ছড়ি
------------
টুংটাং টুংটাং সুর বাজে ঘড়িতে,
দেয়ালের ঘড়ি নয়, দাদুভায়ার ছড়িতে।
ডিজিটাল ছড়িটায় আছে ঘড়ি, টর্চলাইট,
প্রয়োজনে করা যায় মন্দের সাথে ফাইট।
ছড়িটায় আরো আছে এফএম রেডিও,
বড় হয়ে দাদুকে তুমিও কিনে দিও।
××××××××××××××××


শিশুতোষ ছড়া
------------
ছড়া পড়ো টকঝাল, মিষ্টি ও তিক্ত,
ছড়া লিখে ছড়াকার হয় অভিসিক্ত।
        ছড়া লেখা সোজা নয়,
        সব ছড়াকারে কয়;
ছন্দের কারসাজি হয় যদি কাব্যে,
দোল খেয়ে শিশুমন ছড়া পড়ে ভাববে।
××××××××××××××××××


হাঁস-বেড়াল
----------
হাঁস করে প্যাঁকপ্যাঁক, মিউমিউ বেড়ালে,
আমাদের খুকুমনি শুনে বসে আড়ালে।
আড়ালের পিঁপড়েরা তারে ধরে কামড়ে,
চিৎকার করে বলে, 'তোরা সব থাম্ রে'।
প্যাকপ্যাক, মিউ মিউ ডেকে হাঁস-বেড়ালে,
সেইসব পিঁপড়েকে মেরেখুঁড়ে তাড়ালে।
××××××××××××××××××


মিম
----
তুতুলের পোষা পাখি নাম তার ময়না,
ঘরময় উড়ে শুধু কোন কথা কয় না।
        ডাক দিলে ময়নারে,
        উড়ে এসে বয় ঘাড়ে;
এইসব দেখে মিমের প্রাণে তা' সয় না,
মিউমিউ ডাক ভুলি', সে-ও কথা কয় না।


০৯/০১/২০২২
মিরপুর, ঢাকা।