শীতের দিনের চড়ুইভাতি
এসো সবাই সবাই মাতি
আনন্দেতে কাটিয়ে দেবো
          সকাল দুপুর সন্ধ্যেটা;
এক সাথে আজ সবাই মিলে
আনন্দ আর সাচ্চা দীলে
উড়িয়ে দেবো মনের ভেতর
            আছে যতো মন্দতা।


হিমেল বাতাস ঠাণ্ডা আবেশ
লাগছে আরাম লাগছে রে বেশ
মজার মজার খাবার খেয়ে
        তুলবো ঢেঁকুর আমেজে;
রোস্ট ও পোলাও, মণ্ডা মিঠাই
হাপুসহুপুস পেট ভরে খাই
ডায়বেটিসের দোহাই দিয়ে
          চায় না খেতে, থামে কে?


স্নিগ্ধ আলোর পাখির গানে
ভরিয়ে নেবো প্রাণে প্রাণে
ছড়িয়ে দেবো ভালোবাসা
           সুখের পরশ প্রতি জন।
আনন্দতা আলোর মতো
যায় গড়িয়ে অবিরত
অমল ধারার স্মৃতিতে থাক
       চড়ুইভাতি, বনভোজন।


২৬/১১/২০১৮
মিরপুর, ঢাকা।