সারারাত ধরে খুঁজি দূর ব্ল্যাকহোলের কন্দরে
অপরূপ চন্দ্রমুখ; অন্ধকারে জোতির্বিদ খোঁজে
যেন দূরতম তারা, টেলিস্কোপে আঁখিদ্বয় রেখে।
বায়ুর বিমানে উড়ে যায় মেঘ, দূরে বহুদূরে;
ফাঁকে ফাঁকে দেখা দাও, সবচেয়ে অবহেলা করে।
জানি, রানীর বন্ধুত্ব হয় রাজাদের সাথে; যার
পাথরের কোষাগারে হীরা-চুনি-পান্না-জহরত-
জীবনের উপভোগ্য মহামূল্য সামগ্রী নিশ্চয়!


তোমার চুম্বন যেন আগুনের লেলিহান শিখা!
সকলের অগোচরে দগ্ধ করে তৃষাতুর ঠোঁট।
ঘুরিয়ে ফিরিয়ে ভাবি কম্পমান শরীরের ভাঁজে
দীঘল তপ্ত নিঃশ্বাস, অন্ধকার, প্রথম সাক্ষাৎ।
বাতাস, জ্বলন্ত সূর্য বয়ে গেছে দীর্ঘতর পথ,
চুম্বনের স্মৃতি আনে সবচেয়ে কষ্টের দুর্ভোগ।


১০/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।