বড়ো মাছে কাঁটা কম খেতে ভারি মজা,
বড়ো গাছও নড়ে কম ভাঙা নহে সোজা।
জ্ঞানীদের কথা কম চুপচাপ থাকে,
গুণীদের দাম কম কেউ নাহি ডাকে।
গোঁয়ারের জ্ঞান কম হয় দাম্ভিক,
রাগীদের লাজ কম জেনে নিও ঠিক।
সৎ লোক বড়ো কম মান্য যে তারা,
শিশুদের দ্বেষ কম জগতের ধারা।
জীবনের আয়ু কম সবলোকে জানে,
এই কথা পৃথিবীতে কয়জনে মানে?


১১/১২/২০১৯
মিরপুর, ঢাকা।