শেষ বেলাতে আকাশ যখন রঙিন আলো মেলে,
হৃদয় তখন ভাবনা ভুলে আনন্দতায় খেলে।
তুচ্ছ তখন ভবিষ্যৎ আর অতীত-বর্তমান,
চিত্ত তখন নিত্য গাহে ঝর্ণাধারার গান।
দুঃখ-সুখের হিসাব কষতে সময় অপচয়,
ভাবনা সকল ছুঁড়ে দিলাম, করতে জীবন জয়।
চাচ্ছে যারা আকাশ-তারা, হয় না তারা ধন্য,
তারাই থাকে দূরে দূরে, জীবন তাদের বন্য।
একটা জীবন, একটা মরণ; মাঝখানে থাক্ হাসি।
দুঃখবোধের জ্বালা ভুলে, বলো- 'ভালোবাসি'।
পৃথিবীতে আমরা সবাই একলা ও নগণ্য,
নেই যে কিছু দেবার মতো কুল-মানুষের জন্য।
ছন্দমিলের জীবনখানি গন্ধবিহীন ফুল,
কর্মগুণে মানুষেই হয় অনন্য, অতুল।
সকল ভুলে আজকে সবাই সুখের নায়ে ভাসো,
টকটকে লাল তেলাকুচার রূপ নিয়ে তাই হাসো।
ডাকছে দূরে অনন্তপার, 'আয়রে ছুটে আয়,
দুঃখ-সুখের ভাবনা ভুলে মরণপারের নায়'।


৩১/০৩/২০২২
মিরপুর, ঢাকা।