বাংলাদেশের সবচেয়ে প্রবীণ ছড়াশিল্পী রফিকুল হক (জন্ম- ৮ জানুয়ারী, ১৯৩৭)। তিনি 'দাদুভাই' নামে ব্যাপক পরিচিত। শিশুসংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা পরিচালক। বয়স প্রায় পঁচাশি। কিন্তু বয়েসকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি তারুণ্যকে উদযাপন করেন। হাস্যোজ্জ্বল কর্মচঞ্চল এই মানুষটা অতিসম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি হন; এবং হাসপাতালে যাবার পর জানা গেছে তিনি করোনা আক্রান্ত।


প্রিয় দাদুভাই, আমরা প্রতীক্ষায় আছি আপনি ফিরে আসবেন সুস্থ হয়ে।  আবার আপনি ছড়া লিখবেন দুই হাতে। আবার আপনি দীপ্যমান হবেন সকল ছড়াকারদের মাথার ওপরে ছায়া হয়ে।
---------------------------------------------


ও দাদুভাই! আমরা যে চাই 'চাঁদের হাটে' আসো,
গল্পকথার ছড়া নিয়ে আবার তুমি হাসো।
বয়স তোমার হোক পঁচাশি তুমি যে কিশোর,
ছড়ায় শব্দে-ছন্দে তুমি আনো নবীন ভোর।
আমরা আছি প্রতীক্ষাতে আসবে তুমি ফিরে,
দাপট নিয়ে আবার তুমি থাকবে ছড়া ঘিরে।
তোমার লেখা বাংলা ছড়া হাসবে যে আবার,
এই কামনা করছে সকল কবি-ছড়াকার।
প্রার্থনা তাই বিশ্বপিতা মহান প্রভুর কাছে,
'দাদুভাইকে সুস্থ করে দাও আমাদের মাঝে'।


০৬/০৫/২০১৫
মিরপুর, ঢাকা।