যার মনে ভয় থাকে ভালোবাসা প্রকাশে,
নির্বোধ সেই জন, অতি বড়ো বোকা সে!
ভালোবাসা হলো- জেনো, মুখে কথা বলাতে,
অকারন অনুরাগে একসাথে চলাতে।


হাতে রাখো হাতখানি, চোখে রাখো চোখটি,
মুগ্ধতা এনে চোখে মুখে বলো- 'লক্ষ্মী'।
মাঝ রাতে আবদার, 'চলো যাই ছাদেতে,
তুমি এতো আলোময়! নেই তাহা চাঁদেতে'।


প্রাণ খুলে গান গাওয়া সুরহীন গলাতে,
প্রেম পায় পূর্ণতা মিছে ছলা-কলাতে।
এতে যদি কখনোবা লোকে খুঁত প্রকাশে,
ভালোবাসা নিয়ে থেকো গৃহিনীর সকাশে।


মন্দেরা বলে যাবে, 'এ যে বড়ো ন্যাকামী!
ভালোবাসা নামে করে যতো সব জ্যাঠামি'।
বলে যাক দুষ্টেরা, তুমি থেকো শান্ত,
দাম্পত্য, ভালোবাসা নয় কভু ভ্রান্ত।


১৪/১১/২০১৯
মিরপুর, ঢাকা।