প্রকৃতির কাছে তুমি এক ফোঁটা জল রাখো যদি,
ফিরিয়ে দিবে সে এক বহমান স্রোতস্বিনী নদী।
ভালোবেসে বৃক্ষরাজি দাও যদি এক ঘড়া জল,
ফিরিয়ে দেবে সে রাশি রাশি ফুল ও ফসল।
মানুষের মন যদি নিষ্কলুষ প্রেম নিয়ে আসে,
অপার আনন্দ-রসে সিক্ত হয়ে মানুষেরা হাসে।
তুমি দেবে আর নেবে নিরন্তর প্রকৃতির ধারা,
পেয়েছে সম্মান তাঁরা ভালোবেসে দিয়ে গেছে যারা।


যাদের হৃদয়ে নেই বিন্দু পরিমান আবিলতা;
যাদের চিন্তনে নেই মোহময় দুষ্টের ক্ষুদ্রতা;
যাদের চরিত্রে নেই লোভীদের প্রাপ্তির আগ্রহ;
যাদের বচনে নেই অজাচার কামুকের মোহ;
জগতে পেয়েছে তাঁরা মানুষের ভালোবাসা-প্রেম,
তাঁদের পরশ পেলে পৃথিবীর মাটি হয় হেম।


১১/১২/২০২২
মিরপুর ঢাকা।