ধর্ম এখন কথার মাঝে, পরিচ্ছদে,
সব সামাজিক মর্যাদাতে;
হৃদয় মাঝে ঠাঁই নেই তার।
ব্যবসায়ীরা সমারোহে ধর্মের সেই দোকান খুলে
স্বার্থ-কথায় তারা বিলায় ধর্মের নামে সব ফতোয়া,
সুযোগ লভে এই মানুষের সরলতার।


ভবের সকল দুঃখী প্রাণী হোক সুখী হোক, মোক্ষলাভে-
এ বাণীতে মুগ্ধ করে দুঃখী জনে
ধর্মের বীজ রোপিত হয় পৃথিবীতে।
মানুষেরা কর্মক্ষেত্রে, মূলমন্ত্রে, জ্ঞান-অজ্ঞানে ধর্ম মানে,
কিন্তু সেই অহিংসতার বাণী কাঁদে লোভীর অভিসম্পাতে!
ধর্মের সব হার্মাদেরা ধ্বংসযজ্ঞে আজকে মাতে।


যখন শুনি মিথ্যা তুমি, শূন্য তোমার প্রতিশ্রুতি,
বিশ্বাসহীন নষ্ট আশা জ্বলে মনে দিবারাতি;
গরল মাখা ছুরিখানি শানাও তুমি গোপন ঘরে,
বলো, তোমায়  কেমনে টানি বুকের মাঝে আপন করে?
অবশেষে, পাবে তুমি তোমার ভুলের মূল্যখানি,
তারাই থাকে পথে পড়ে, যারা করে রাহাজানি।


২৫/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।