ঘন নন্দন কাননে একা বসে আছে
প্রাণ-প্রিয়তি, সুজনা। কলকল স্বরে
জলবতী নদী বয়, সুশীতল জলে
বিমোহিত কবি প্রাণ। শব্দের তুলিতে
অমর কবিতাখানি অঙ্কন করে সে
মন কোকনদে; নিপাট ললিতভাবে।
অমরাবতীর গীত গুঞ্জরিয়া ওঠে
মক্ষিকার গুঞ্জরণে আদি স্বর্গোদ্যানে।
ভুলিতে পারে না কেহ আঁখিতে আঁখির
লেখা স্থির হয়ে রয়, অনন্ত কালের
প্রেম, নন্দিত নরকে সকরুণে বাজে।
আনন্দময় সঙ্গীতে, সুরের ব্যাঞ্জনে
বেজে উঠে সাগরের তুমুল ঝংকার।
উর্মির কীরিটে জ্বলে শতধা বিভক্ত
করোজ্জ্বল বিচ্ছুরণ। মৃদু প্রেমভাবে
অনন্ত রূপসী বেশে দিবসের শেষে
নেমে আসে ধীরে ধীরে সুবর্ণের প্রভা।
বিমুগ্ধ আলোয় জাগে বিশ্বচরাচরে
অনন্য অমরবতী! সেখানে প্রিয়তি;
তারই মহিমায় জাগে কবির কবিতা।


০৩/১২/২০১৯
মিরপুর, ঢাকা।