কবি, এখনো কি সেই মান্ধাতা-ছন্দে কবিতা লেখো?
ছন্দ-মাত্রা, অনুপ্রাসহীন কবিতার ভাষা শেখো!
বর্তমানের কবিরা কেমন কবিতা লিখছে দেখো!


শব্দের পরে শব্দ সাজিয়ে জটিল কবিতা গড়ো,
নৈর্ব্যাক্তিক কবিতার নামে চিত্রকল্প ছাড়ো;
যুগের কাব্য লিখো হে, না হয় নিজেই এবার মর।


কবির কাব্য যতোটা জটিল, ততোটা সে বড় কবি!
সহজ কবিতা লেখা মানে হলো, মধু নজরুল রবি;
তাঁদের ধারণা, চিন্তা-ভাবনা ছেড়ে যেতে হবে সবি।


বেয়াকুব কবি! এখনো যে আছো ছন্দের কটি ধরে,
তাল-লয় মেনে নৃত্য করিছো আলোর জলসা ঘরে;
ডিংকাচিকার নাচনা আনো হে, সুবোধের অন্তরে।


আধুনিকতায় ছন্দ মানে না, এলোমেলো পথে চলে,
গল্পের মতো ঢেউহীনভাবে কবিতায় কথা বলে;
পাঠকেরা তাই কবিতাকে আজ দুই হাতে দেয় ঠেলে।


অধুনা যে জন কবিতা লিখছে, সে-ও যে পড়ে না, আহা!
কবিতা না পড়ে লাইক দিয়ে কয়, কবিতা হয়েছে বাহা;
এখন কবিতা লেখা হয় বেশি, চর্চা হয় না তাহা।


১৮/০২/২০২১
মিরপুর, ঢাকা।