কেমন আছো, প্রিয়তি? রোদেলা দুপুরে
নিরাগ ভাদ্রের মাঠে বসে আছি ঘর্মাক্ত শরীরে,
দিশেহারা অনুভব নিয়ে।
বিন্দু বিন্দু ঘাম জমে, পরিযায়ী পাখিদের মতো
দল বেঁধে নেমে আসে তারা, উড়ে যায় মালা গেঁথে;
আমার এ মাথা থেকে পায়ের পাতায়;
কামনার অস্থিরতা বুকের গভীরে টন টন করে ঝরে।
সমস্ত জগতে প্রেম-প্রতিচ্ছবি অনুভব করি;
তোমার দেহের মতো সুবাসিত সোনালী ধানের
সবুজাভ নীপ বন প্রখর দুপুরে অভিবাদন জানায়।
দক্ষ কৃষকের মনে অলীক সোহাগে জেগে উঠে
অলকার ভালোবাসা।
আকাশে বাতাসে দেখি সজল মেঘের আনাগোনা,
কম্পমান শরীরের গভীর উষ্ণতা।
দিশেহারা কৃষকের মন
কমনীয় শরীরের স্পর্শতায় খোঁজে অনন্য আবেশ।


৩০/০৮/২০১৯
মিরপুর, ঢাকাা।