দুধারে দুধারী তরোয়াল রাখো তুমি,
জীবনের পথে; এতোই কঠিন, সূক্ষ্ম!
যতটুকু ছিলো নদী ও শষ্পভূমি,
বিরহ অনলে পুড়ে পুড়ে হয় রুক্ষ।


হৃদয় চেয়েছে আকাশ-হৃদয় শুধু,
'দুর দুর' করে তাড়ালে; এতোই নষ্ট?
হুল-শঙ্কায় চাহিনি কখনো মধু,
নিরস ভুবনে একেলা; দারুণ কষ্ট!


ফিরি যদি ফের মানুষের ধরণীতে,
আগে খুঁজে নেবো অমল-অরূপ প্রিয়তি!
সে নামের দ্যুতি সঙ্গীতে সঙ্গীতে
আলোড়ন তুলে ভাসালে জগত; কি ক্ষতি?


১৪/১১/২০১৮
মিরপুর, ঢাকা।