ছিলেম একা নিজের ঘরে
ডাকলি কেনো গহীন স্বরে
ভুলে ছিলাম এই জগতে
        সমস্ত যন্ত্রণা।
বন্ধুরে তুই আইস্যা দিলি
        দুঃখের মন্ত্রণা।


মাটিচাপা দিলাম যারে
আনলি রে তুই আবার তারে
এখন আমার মনের মাঝে
        কষ্টের আনাগোনা।
বন্ধুরে তুই আইস্যা দিলি
        দুঃখের মন্ত্রণা।


উস্কে দিলে পুরান কথা
মনে লাগে দারুণ ব্যথা
লোকে বলে কলঙ্কিনী
        আরতো সহে না।
বন্ধুরে তুই আইস্যা দিলি
        দুঃখের মন্ত্রণা।


পাথর চাপা মনের মাঝে
তোর মূরতি আজ বিরাজে
দেখা দিয়ে চলে গেলি
        খুঁজেও পাই না।
বন্ধুরে তুই আইস্যা দিলি
        দুঃখের মন্ত্রণা।


১২/০৪/২০২১
মিরপুর, ঢাকা।