টোল পড়া গালে
স্নিগ্ধ হাসিতে ঝরছে মুক্তোরাশি,
নয়নের জ্যোতি চাঁদের জোছনা
তাই এতো ভালোবাসি।
চোখেতে আগুন
বুকেতে ফাগুন কুন্তলে ঝরে প্রেম,
অরূপ প্রিয়তি সুধারাশি মাখা
এইটুকু জানিলেম।
তবুও বেদনা
অহরহ ঝরে জীবনের কূহেলিকা,
বেঁচে থাকো প্রিয় হাসিতে খুশিতে
অমর্ত্যের বালিকা!
প্রিয়তির প্রেম
শ্রাবণ ধারায় বহে খরতর নদী।
পৃথিবীর বুকে বর্ষার রূপে
ছুটে চলে নিরবধি।
চীনের করোনা
মহামারী আজ আততায়ী রূপ ধরে,
সঙ্গরোধের নিয়মনীতিতে
একা আছি চুপ করে।
আবার কি হবে
আমাদের মাঝে মিলনের হাসিখেলা?
ভাসবে কি ফের সুখের পরশে
এই জীবনের ভেলা?


০৯/০৪/২০২০
মিরপুর, ঢাকা।