রমজান শেষে জাগলো ঈদের চাঁদ,
খুশির জোয়ারে ভেঙেছে সকল বাঁধ।
আয় বান্ধব প্রতিবেশী সবে আয়,
আনন্দ রস পিয়ে হবো উন্মাদ;
রমজান শেষে জাগলো ঈদের চাঁদ।


আশরাফ আর আতরাফ এক সাথে
পড়বো নামাজ সমাজের ঈদগাঁতে।
ভেদাভেদ নাই গরীর ধনীর মাঝে,
সকলেই বুক মিলাবে বুকের পাতে;
আশরাফ আর আতরাফ এক সাথে।


ঈদের খুশিকে ভাগ করে নেবো তাই,
পথের শিশুকে প্রাণ খুলে ডেকে যাই।
প্রিয়জন ভেবে বুকে চেপে ধরি তারে
সোহাগে আদরে, সেও যে আমার ভাই;
ঈদের খুশিকে ভাগ করে নেবো তাই।


অভাবীকে দেবো নতুন পোষাকখানি,
যতনে মুছিবো তার নয়নের পানি।
ভোগের চাইতে ত্যাগেতে পরম সুখ-
এ'তো বলেছেন নবী হযরত জানি;
অভাবীকে দেবো নতুন পোষাকখানি।


ঈদ মোবারক চারিদিকে উঠে রব,
মুসলিম প্রাণে ধর্মীয় উৎসব।
মানুষ-চেতন হোক মানুষের তরে,
হাসি-কান্নায় এই পৃথিবীর সব;
ঈদ মোবারক চারিদিকে উঠে রব।


১৫/০৬/২০১৮
মিরপুর, ঢাকা।