এখানে বীজ বুনেছি ভালোবাসা আর প্রেমে,
এই উর্বর জমিনে; অজস্র শ্রমের ঘামে
সোনালী ফসল জমে। কৃষকেরা তুলে নেবে
প্রয়োজন যতটুকু পৃথিবীতে বেঁচে থাকতে।
ফসলে ধরেছে পোকা- মাছি-মাজরা আরো কতো কি!
নিষ্কর্মা, স্বপ্নবিহীন তারা নেশাখোরের মতো কি?
অনন্ত আকাশ জুড়ে তারা থই থই জ্বলে,
একাকী একক আলোয় ঘুচাতে পারে না
জীবনে জড়িয়ে থাকা নিকষ আঁধার;
যূথবদ্ধ জোনাকিরা জ্বলে আর নিভে
আলোকিত করে অন্ধকার বন-বাদার।
মুষ্ঠিবদ্ধ হাত যদি লক্ষ্যমুখে একত্রিত হয়,
ফোটে আলোকের রেখা কেটে যায় রাত;
এখানে ঢেলেছি জল ফলবে ফসল,
ফলবে চেতনা, মানুষের ভালোবাসা,
মৃত্যুর মতো শাশ্বত, ফলবে অনর্গল।


০৯/১০/২০১৮
মিরপুর, ঢাকা।