একজন অমিত বিপ্লবীকে দেখিয়াছি আমি,
নিজেকে যে চে-গুয়েভারার শিষ্য বলে ভাবতো;
জীবনের চারাগাছে ফুল ফোটানোর প্রত্যয়ে সে
হুলিয়া মাথায় নিয়ে নিরুদ্দেশ হলো।
ফিরে এসে, পরিশেষে, নেতা হয়ে গেলো-
এখন সে স্বৈরশাসকের প্রধানতম মন্ত্রক!


একজন শুদ্ধ কবিকে দেখিয়াছি আমি,
লাল আগুনে ঝলসানো কবিতা লিখতো সে,
সুকান্তের তুমুল সম্ভাবনার অজর শব্দেরা
তার শাণিত কলমে খেলে যেতো ক্রীড়নক হয়ে।
কোন এক প্রেমিকার ভুল ভালোবাসায় জড়িয়ে
হৃদয়খানি তার রক্তজবার মতো ক্ষত-বিক্ষত হলো;
অতঃপর, অজস্র দুঃখের ভারে বন্ধ্যা হলো কবি।
এখন কবিতা রচে সে মেঘের গায়ে,
ধূসর আকাশে আর সাগরের জলে।


২৬/০২/২০১৯
মিরপুর, ঢাকা।