একটি কবিতায় সব বলা যায়!
ইনিয়ে বিনিয়ে প্রেমের-দ্রোহের কথা।
এপাড় ওপাড় ভেঙে শান্তনদীজল যে কৌশলে
তার পথ করে নেয় সাগরের দিকে।
শব্দের ঝংকার তুলে একটি কবিতা
সমুদয় আবর্জনা অবহেলা করে,
ছুটে যায় নির্দিষ্ট লক্ষ্যের অভিমুখে।


যন্ত্রণার নাভিমূলে প্রচণ্ড আঘাতে
নিজের ভেতরে জ্বালে আগুনের লেলিহান শিখা।
অরণ্য তরঙ্গশীর্ষে সূর্যালোক ঝলকিয়া উঠে
প্রেমে, বিদ্রোহে ও ক্ষোভে; কবিতার করপুটে।
একটি কবিতা লক্ষ বুলেটের চেয়েও শক্তিশালী,
সমাজ-সভ্যতার পরিবর্তনে।


অসত‌্যের অন্ধকার চিরতরে মুছে দিতে,
একটি কবিতা বিদুরের সাঙ্কেতিক ভাষা;
অতঃপর, দুঃশাসন-দুর্যোধনের পতন,
ভীমার্জুন পাণ্ডব আঘাতে।


০৪/০৭/২০২০
মিরপুর, ঢাকা।