মেধা-বলে চেয়ার পেলে ভোলে অতীত কথা,
দম্ভভরে লাঠি ধরে ভাঙে প্রভুর মাথা।
সরকারি সব কর্মচারী জনগণের চাকর,
কিন্তু তারা তা' ভুলে যায়, ভাবলে লাগে ফাঁপর।
রাজ-ক্ষমতার চেয়ার পেলে করে দম্ভাচার,
মোসাহেবের তোষামোদে ভুলে' শিষ্টাচার।
এ যেন ভাই মেরি শেলির দৈত্য ফ্রাঙ্কস্টাইন!
চেয়ায় বলে আমলা তাদের পক্ষে করে আইন।
জনগণের ট্যাক্সে চলে তাদের পরিবার,
কিন্তু, তারা মালিক সাজে এমন দুরাচার!
'চেয়ার পেলে মাথা গরম' কর্মচারী যারা,
তাদের দিয়ে চলবে নাতো গণতান্ত্রিক ধারা।
প্রভুর সাথে বিরোধ করে যে সমস্ত দাস,
সঠিক আইনের দড়ি দিয়ে তাদেরকে দাও ফাঁস!


২৬/০৯/২০২২
মিরপুর, ঢাকা।