আমি ঘটক, নাম পাখিভাই; ঘটকালি মোর কাজ,
বিয়ে করার প্রত্যাশীদের বার্তা দিচ্ছি আজ-
আমার জানাশোনা আছে এমন একটি মেয়ে,
ভিন্নরকম গঠন-গাঠন আর সকলের চেয়ে।
শরীরখানি নাদুসনুদুস, কানে একটু কালা,
দাঁতগুলো তার কোদাল স্বরূপ দেখতে কিন্তু ভালা।
চোখ দুটো তার ট্যাড়াব্যাঁকা, শরীর লোমে ভরা,
দেহখানি সুঠাম বটে, দেখতে যেমন ঘড়া।
পা-গুলো তার হাতির মতো, নাকটি বেঢপ বোঁচা,
ঝরঝরিয়ে নাকসি ঝরে একটু দিলেই খোঁচা।
বলতে কথা তোতলিয়ে যায়, আছে ফিটের ব্যামো,
টাক মাথা তার, যদিও সে দেয়নি কোন 'ক্যামো'।
গায়ের রঙটি ফর্সা বেজায়! অমাবস্যার রাত,
দেখতে পেলেই ভিমরি খাবে হবে কুপোকাৎ।
রান্নাবান্নায় নিপুণা সে, একবার খাও যদি,
বাপ-দাদার নাম ভুলে যাবে আজীবন অবধি।
করতে বিয়ে সাধ যদি হয়, এমন মেয়ে পেলে,
খবর পাঠাও আমার কাছে অ্যাপেল মোবাইলে।
যৌতুক পাবে একটি বালিশ রঙখানি দুধ সাদা,
এমন কনে করতে বিয়ে সাধ জাগে কি দাদা?


২৭/০২/২০২২
মিরপুর ঢাকা।
(আমার কবিতা 'ঘটক চাই'-এ কবি সঞ্জয় কর্মকার-এর
মন্তব্যের আলোকে লেখা হলো এ রম্য ছড়া-কবিতা।)