ঘুম ভেঙে দেখি তোমার মূরতি ভাসে আকাশের গায়,
অমলধবল অপরূপ আলো জ্বলে যে স্নিগ্ধতায়।
        উজ্জ্বলতর আলো রাশিরাশি,
        ঠিকরে পড়ছে অনিন্দ্য হাসি;
কুয়াশামোড়ানো মেঘনার জলে অরূপ মুগ্ধতায়;
ঘুম ভেঙে দেখি তোমার মূরতি ভাসে আকাশের গায়।


    ঘাসের উপর
           জমানো শিশির
                  সূর্যের আলো পেয়ে,
    অরূপের রূপ
           চমকিয়া উঠে
                   অপলক রই চেয়ে।


চমকি পাথর চমকিয়া উঠে মুক্তোর মতো জ্বলে,
দূর বিরহিণী ব্যথাতুর সুরে কতো কথা যায় বলে।
        শিশিরসিক্ত কতো বিস্ময়,
        ধ্বংস-মৃত্যু হেলেনের ট্রয়!
বিজয়কেতন শুভ্র চেতন জেগে উঠে পলে পলে;
চমকি পাথর চমকিয়া উঠে মুক্তোর মতো জ্বলে।


০৩/১১/২০১৭
মিরপুর, ঢাকা