তুমি যদি ডাকো; তবে, ঘাস হয়ে জন্মাবো আবার!
তুমি যদি ডাকো; তবে, পাখি হবো ভোরের-সন্ধ্যার।
আমার বুকের 'পরে বসে বসে অন্তরীক্ষ দেখো,
আমার কন্ঠের সুরে মোহনীয় গীতিকাব্য লিখো।
তোমার বুকের ঘ্রাণ শুষে নিতে আকাঙ্ক্ষা আমার,
তাই, আজ আমি হই- অচঞ্চল, দুরন্ত, দুর্বার।
শর্তের শিকলে বাঁধা আমাদের ক্ষয়িষ্ণু জীবন,
প্রেমের বিরহ গাথা পৃথিবীতে চির-চিরন্তন।


ঘাস হবো, পাখি হবো, আর হবো সুনীল আকাশ!
আবার ভুবনে এসে বলে যাবো অনন্ত বিশ্বাস-
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি প্রিয়তি তোমায়!
তিন সত্যের শপথে বলে যাই অনন্ত ব্যথায়।
অতুল ভাবনা নিয়ে এঁকে যাই তোমার মূরতি,
অনিন্দ্য সুন্দর তুমি, সহ্যবতী; যেন বসুমতি।


১৬/১০/২০২২
মিরপুর, ঢাকা।