ভেঙে দিয়ে ভীরুতার সুউচ্চ দেয়াল,
অনাবিল আলো আজ ছড়িয়ে পড়ুক
বহমান অন্ধকারে। নির্ভার আশ্রয়ে
আলাদিনের আশ্চর্য-চেরাগের দৈত্য
অতীতের ভীরুতাকে ছুড়ে ফেলে দিয়ে,
সৃষ্টিছাড়া বৈশাখের মৃদঙ্গ বাজাক
রহস্যভরা প্রেমের ক্ষমাহীন ঝড়ে;
ক্রমাগত ডুবে যাক সুপ্ত কারুকাজ।


শান্ত হলে ইন্দ্রিয়ের আগ্নেয় উত্তাপ;
বহতা নদীর জলে নবীন দর্পণে
প্রতিবিম্ব জাগে যদি; ভীরুতা হটিয়ে
প্রেমের বৈধতা দেবো, হোক পরকীয়!
চঞ্চল মনের মাঝে আদম-হাওয়ার
নিষিদ্ধ রজনী কাঁপে গোলাপ বিশ্বাসে।


২০/০৪/২০২০
মিরপুর, ঢাকা।