একটি ভাঙ্গা ফাটল পথে গেলাম গোরের তলে,
দেখি মুনকির-নকির বসে দু'জনে তাস খেলে!
          মুর্দারা সব ঘুমের ঘোরে
          নাক ডাকিছে জোরে জোরে,
তাস ফেলে সেই ফেরেস্তারা মত্ত হয় ফুটবলে।


লাথি খেয়ে হকচকিয়ে মুর্দা লোকটি কয়-
'মারছো লাথি আমার গায়ে নেই কি তোমার ভয়!
          সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ আমি
          আমাতে রয় অন্তর্যামী,
আল্লা আছেন আমার মাঝে, তাই সে জগতময়'।


মুনকির-নকির ছুটে গিয়ে বলে, ওগো সাঁই!
'সৃষ্টি-সেরা ঐ মানুষে কি সওয়াল জিগাই?
          আমরাতো জানি না কিছু
          থাকি শুধু তোমার পিছু,
হুকুম করো লাথি দিয়ে বেহেস্তে পাঠাই'।


১৮/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।