গুজবে ভেসে যায় করোনা সুন্দরী,
ইন্টারনেটের রঙিন শাড়ি পরে
নেচে বেড়ায়, যেন যমের অপ্সরী।
গুজবে ভেসে যায় করোনা সুন্দরী;
কম্পিত হৃদয়ে সকলে ভয়ে মরি,
শত বিভীষিকায় বন্দী আছি ঘরে।
গুজবে ভেসে যায় করোনা সুন্দরী,
ইন্টারনেটের রঙিন শাড়ি পরে।


২৩/০৩/২০২০
মিরপুর, ঢাকা।


বিশেষ দ্রষ্টব্যঃ একটি ট্রায়োলেট (Triolet) কবিতা। মাত্রাবৃত্ত ছন্দের ৭ মাত্রার পার্বিক বিন্যাস।