শুনতে ভালো মিষ্টি কথা, তিক্ত কথায় মন বিষায়,
কান কথাতে ঝগড়া লাগে, রুক্ষ কথায় চোখ ট্যারায়।
সহজ কথা বলা কঠিন, কঠিন কথা সহজ নয়,
রসের কথায় পুলক আনে, ঝাল কথাতে ঝগড়া হয়।


শাস্ত্র কথায় মন গলে যায়, প্রেম কথাতে ফুল্ল তাই,
মিথ্যা কথার গল্প ভালো, সত্য কথার তুল্য নাই।
রূপের কথায় নারী খুশি, লাজের কথায় শরম পায়,
পাকা কথার বিয়ে-শাদি, বাঁকা কথায় ভেঙে যায়।


কথার কথা কইতে মানা, বড় কথায় ঝামেলা,
মিতভাষীর অল্প কথা, চুপ-কথা তাই এ বেলা।
চিন্তা করে বলবে কথা, লক্ষ কথার এক কথা,
নইলে কথা জটিল হবে কও যদিবা টক কথা।


২০/০১/২০১৯
মিরপুর, ঢাকা।