ইচ্ছে করে মনের কথা বলতে,
ইচ্ছে করে আপন পথে চলতে,
ইচ্ছে করে অনেক কিছু করতে,
ইচ্ছে করে স্বপ্ন মুঠোয় ধরতে,
ইচ্ছে মতো করতে পারি না যে;
ইচ্ছেগুলো রয় না জীবন মাঝে।


ইচ্ছে করে না-শোনা গান শুনতে,
ইচ্ছে করে সমুদ্র-ঢেউ গুণতে,
ইচ্ছে করে তেপান্তরে ছুটতে,
ইচ্ছে করে গহীন বনে লুটতে,
ইচ্ছেগুলো যায় হারিয়ে দূরে;
ইচ্ছেগুলো মরছে কুড়ে কুড়ে।


ইচ্ছে করে তোমায় ভালোবাসতে,
ইচ্ছে করে চাঁদের মতো হাসতে,
ইচ্ছে করে তোমায় নিয়ে ঘুরতে,
ইচ্ছে করে পাখির মতো উড়তে,
ইচ্ছগুলো লুকোয় আঁধার রাতে;
ইচ্ছেগুলো রয় না আমার সাথে।  


ইচ্ছে করে নদীর জলে নাইতে,
ইচ্ছে করে পরান খুলে গাইতে,
ইচ্ছেগুলো পড়ে যখন সটকে,
ইচ্ছে করে ইচ্ছেগুলো চটকে,
ভর্তা করে ইচ্ছে মতোন খাই,
কাছের দূরের সবখানে বিলাই।


৩১/০৮/২০২০
মিরপুর, ঢাকা।