শ্রেষ্ঠ বলে যদি করো, তারে অত্যাচার;
সময়ে বাড়াবে সে-ও কলহ বিস্তার!
চারিদিকে বেড়ে যাবে মৃত্যু-হাহাকার,
শত চেষ্টাতেও তুমি পাবে না নিস্তার।
ধর্মজ্ঞানে করো যদি জাতের বিচার,
অমরত্ব পাবে নাকো, বলি সমাচার।
পৃথিবীকে রক্ষা হেতু করোহ প্রচার-
মানুষের তরে হোক সকল আচার।


চাও যদি দিপ্তীমান বিশ্বনিকেতন,
ভালোবাসা-প্রেম দাও, হও সচেতন।
দুঃখ-কষ্ট ভুলে, পেতে সুখ-পরশণ
করো না স্বার্থের লাগি' রাহাজানি-রণ।
জন্মভূমি, স্বাধীনতা যে করে হরণ,
শ্রেষ্ঠতর রাষ্ট্রেরও সে ধ্বংসের কারণ।


৩০/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।