বাংলাদেশের আকাশ জুড়ে মেঘের আনাগোনা,
অন্ধকারে ঢেকে দিলো ওই মেঘেরা এসে;
তখন তুমি সূর্য-স্বরূপ এলে মর্ত্যলোকে,
মানুষ প্রেমিক! হাজার বছর পরে বাংলাদেশে।


ভালোবেসেছিলে তুমি বাংলাদেশের লোক,
নিজের জীবন তুচ্ছ করে আলোর সুরের গানে
জাগিয়ে দিলে লক্ষ তরুণ চেতনবিদ্ধ প্রাণ,
জীবন বাজি ধরে তারা মুক্তির আহ্বানে।


হারিয়ে যাওয়া স্বাধীনতার সূর্যটাকে এনে,
ছড়িয়ে দিয়ে আলোকপ্রভা; বাঙালিদের মিতা!
ছোট্ট খোকা ক্রমান্বয়ে বঙ্গবন্ধু হলে;
আদর করে ডাকলো সবায়, প্রিয় জাতির পিতা।


কিন্তু হঠাৎ ঝড় এসে যে সূর্যটাকে ঢাকে,
অন্ধকারে মিলিয়ে দিলো মায়ের সরল হাসি;
রক্তবীজের কন্যা এসে দেশের হালটি ধরে,
পিতা! তুমি চেতনবিদ্ধ; তোমায় ভালোবাসি।


১৫/০৮/২০১৭
মিরপুর, ঢাকা।