প্রদীপ্ত সূর্যপ্রভায় আলোকিত করে
জন্মভূমি; চলে গেলে, হে আমার পিতা!
জন্ম না হলে তোমার কখনো হতো না
সৃষ্টি, সে-ই একাত্তরে, কাঙ্খিত স্বদেশ।
মাথা উঁচু করে টিকে আছে পৃথিবীতে
আজ, তোমার কাঙ্খিত সেই বাংলাদেশ।
মহাপ্রাণ বঙ্গবন্ধু, তোমার উদার
কর্মে পেয়েছি অমিত স্বপ্নের স্বদেশ।


কতো না করেছো কষ্ট মননে শরীরে
এই মানুষের জন্য; হে মহান পিতা!
সংগ্রামে মিছিলে তুমিই অগ্রণী ছিলে,
আপোস করোনি, তুমি বাঙালির মিতা।
তাই, বঙ্গবন্ধু; বাংলাদেশ সমার্থক
আজ বাঙালির কাছে, হে জাতির পিতা।


০৩/০৩/২০২১
মিরপুর, ঢাকা।


ছন্দ- অক্ষরবৃত্ত।