আজকের এ রাত্রি ক্রমবর্ধমান ঝড়ের তাণ্ডবে উত্তেজিত।
এ সব ঝড়েরা কোথা থেকে আসে?
কে পাঠায়, কোন সে অচেনা জগৎ থেকে
মানুষের মর্ত্যলোকে?
ঝড়ের মাত্রা ক্রমে ক্রমে প্রসারিত হয়,
সাপের ফণার মতো ঘাড় বাঁকা করে, ফোঁস ফোঁস স্বরে
ক্রমশঃ এগিয়ে আসে কালনাগিণী 'ফণী'।
ভীত মানুষেরা কেঁচোর মতোন গুটিশুটি করে অপেক্ষায় আছে;
যদিও প্রতাপী তারা, কোন প্রতিরোধ নেই,
জানে, প্রতিরোধের কোনই শক্তি নেই তাদের।


বাতি চলে যায়, পুনরায় আসে।
অজ্ঞাতবাসে আমি আর সে বসে আছি টেবিলের পাশে;
ঝড়ের চেহারা দেখি, পৃষ্ঠ প্রদর্শন করে না সে।
হাজার হাজার বছর ধরে সহ্য করে গেছি
এ সব ঝড়ের জ্বালাতন, প্রতিরোধহীনভাবে।


ঝড়! তোমার সমস্ত অস্ত্র নিয়ে প্রচণ্ড আঘাতে আছড়ে পড়ো,
সে সকল দানবের বুকে, যারা মানুষের রক্ত শুষে খায় প্রতিদিন।


০৩/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।