সকল জ্যোতির এক উজ্জ্বল জ‌্যোতি নবী মুহাম্মদ,
কোরানেতে যাঁরে বলেছেন আল্লাহ নিজেই আহাম্মদ।
রহস্যালোকের নূর নন তিনি এই আদমের সন্তান,
মাটির মর্ত্যে জন্ম হয়েছে মানুষেরে করতে পরিত্রাণ।
নেয়ামত রূপে ধরণীর বুকে এসেছে মুহাম্মদ,
আধ্যাত্মিক ও জাগতিক ধরায় সেরা এক সম্পদ।


অসীম দয়ালু আল্লা মাবুদ বলেছেন- কোরানেতে
জ্যোতির শ্রেষ্ঠ জ্যোতি যে তিনি, দুনিয়া-আখেরাতে।
যে জন লভেছে তাঁর সহবত, সে জন সেরার সেরা,
কল্যাণ হবে আখেরাতে তাঁর শান্তিতে রবে ঘেরা।
আল্লাতা'লার ঐশী কালাম হয় না রকমফের,
এই যে চরম সত্য কথা; তাতে নেই মিথ্যার জের।


জাহেলিয়াত যুগের ওসমান, আলী, ওমর ও আবু বকর,
পেয়েছেন সেই অমিত তেজের উজ্জ্বল নূরের খবর,
এখনো তাঁহারা আদর্শ রূপে জগতে সমাদৃত,
তাঁরাই জগতে মানুষের কাছে ভালোবাসায় আদৃত।
বরণীয় তাঁরা, আলোকের ধারা রেখেছেন ধরণীতে,
ওরে ভোলা মন! ধরে রেখো তুমি, সেই নবীকেই চিতে।


কতো না কষ্ট করেছেন তিনি এই উম্মতের তরে,
দন্ত দিলেন ওহুদের প্রান্তরে।
রক্ত দিলেন পাগলের বেশে তায়েফের রাস্তায়,
আজও সকল মুসলিমগণ ক্রন্দন করে যায়!
মানুষের তরে কেঁদেছেন তিনি চাহিয়া অমরাবতী,
ভুবনের মাঝে নবী মুহাম্মদ জ্যোতির শ্রেষ্ঠ জ্যোতি।


১৯/০১/২০১৯
মিরপুর, ঢাকা।