যৌবন-দীপ্তের আভা ধরণীতে মানুষকল্যাণে
ছড়িয়ে দেবার প্রত্যাশায়, কতো যুবকের প্রাণ
আকুলিবিকুলি করে। চিরকাল তারা পর্যুদস্ত,
নিগৃহিত; অন্য সব লোভাতুর মানুষের কাছে।
সংকীর্ণ মনস্ক যতো পুঙ্গবের দল! পৃথিবীতে
স্বার্থবাদী রূপ ধরে, গৌরবের অহংকার নিয়ে
বসবাস করে; তারা চিরকাল স্বার্থের সন্ধানে
ছুটে চলে; হৃদয়হীনভাবে পথ চলে যায়; হায়!


প্রতিজ্ঞায় বলিয়ান যুবকেরা, বলিষ্ঠ পরানে
অপরের ক্লেশ নিবারণে ক্রিয়াশীল থাকে তারা।
স্বার্থময় পৃথিবীতে স্বার্থহীন মননে বৈকল্য
ধারণ করে না। তারা বনবাসে বিসর্জিত হলেও
প্রকৃতি-সন্তানরূপে আবির্ভূত হয়- সে অধম
বলে আমি উত্তম হবো না কেনো, এই চেতনায়।


০৪/১১/২০১৯
মিরপুর, ঢাকা।